ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নচিকেতার গান গেয়ে শাকিবের তীব্র সমালোচনায় মিশা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
নচিকেতার গান গেয়ে শাকিবের তীব্র সমালোচনায় মিশা মিশা সওদাগর, ছবি: বাপ্পি চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যৌথ প্রযোজনার নামে ভারতীয় কলাকুশলীদের আধিক্য থাকা ছবির নিয়মিতভাবে বাংলাদেশে মুক্তি পাওয়ার বিরুদ্ধে কথা বললেন অভিনেতা মিশা সওদাগর। সঙ্গে পরোক্ষভাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের কড়া সমালোচনা করেন তিনি।

গত ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তির অনুষ্ঠানে মিশা বলেন, ‘আমরা চলচ্চিত্র পরিবার, আমরা চলচ্চিত্রের কল্যাণ চাই। গতকালও একটা ছবি মুক্তি পেয়েছে। আমরা কিছুই করতে পারছি না। ’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’র মুক্তি পাওয়াকেই ইঙ্গিত করেছেন মিশা। বলাবাহুল্য, এর প্রায় সব কলাকুশলী কলকাতার।

শাকিবকে ইঙ্গিত করে সমালোচনা করতে গিয়ে নচিকেতার গাওয়া ‘আমি মুখ্য-সুখ্য মানুষ বাবা কিছুই বুঝি না, এ দেশের রঙ-তামাশা কিছুই জানি না’ গেয়েছেন মিশা।

নচিকেতার গানটির ‘আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের/আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের’ কথাগুলোর পরিবর্তে মিশা গেয়েছেন, ‘আজকে যিনি যৌথ ছবির পক্ষে কালকে তিনি বিপক্ষে/কোনোরকম একটা সাইনিং পেলেই যুক্তি দিতে থাকেন স্বপক্ষে। ’

এরপর আবার নচিকেতার গানের লাইনে ফিরে গিয়ে মিশা গেয়েছেন, ‘কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। ’

ভারতীয় ছবির বিরুদ্ধে শাকিব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু চলতি বছর জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিতে অভিনয় করেন তিনি। এর বেশিরভাগ কাজ হয়েছে ওপার বাংলায়। এর অধিকাংশ কলাকুশলীও কলকাতার।

সম্প্রতি যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এতে তার বিপরীতে থাকবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। এ বিষয়টিকে টেনে মিশা বলেছেন, ‘কেউ কাফনের কাপড় পড়ছে, আন্দোলনে দেখি কাউকে, আবার তাকেই দেখি ভারতীয় ছবিতে চুক্তি করছে। এ ধরনের দ্বিমুখী আচরণকে আমি ঘৃণা করি। আমি কাউকে পরোয়া করি না। যা উপলব্ধি আসে তা বলি। ’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবির প্রশংসা করে দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে মিশা বলেন, “সবাই বাংলা ছবি দেখুন। নিজের মাকে ভালোবাসুন। যেদিন পরিবার মিলে বাংলা ছবি দেখার চল শুরু হবে সেদিন আবার দেশীয় চলচ্চিত্রে স্বর্ণযুগ ফিরে আসবে। এ ক্ষেত্রে ‘আয়নাবাজি’ একটা উদাহরণ। ‘আয়নাবাজি’ ভালো চলছে, চলবে। ”

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সংগীত পরিবেশনের সময় মঞ্চে উঠে নেচে আমন্ত্রিত অতিথিদের আনন্দ দেন মিশা। তখন মঞ্চে আরও ছিলেন ‘রক্ত’ ছবির নায়ক রোশান, চিত্রনায়িকা পপি ও জলি। লক্ষণীয় বিষয় হলো, রোশান ও জলি উভয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। পরোক্ষভাবে প্রতিষ্ঠানটির সমালোচনা করায় তাদেরকে বিব্রত দেখিয়েছে।

বাংলাদেশ সময় : ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।