ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ বচ্চন যখন স্কুলে পড়তেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
অমিতাভ বচ্চন যখন স্কুলে পড়তেন মা তেজি বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন

বলিউডে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চন। বয়সটা তার কাছে সংখ্যা মাত্র।

৭৪ বছরে পদার্পণ করেও কী ভেলকিই না দেখাচ্ছেন তিনি! দিনে খুব কম সময়ই ঘুমে ব্যয় করেন এই ‘শাহেনশাহ’। নতুন প্রজন্মকে অভিনয়ে আগ্রহী করে তোলায় তার ভূমিকা অনেক।

দীর্ঘ চলচ্চিত্র জীবনে বিগ বি’র ঝুলিতে আছে অনেক ছবি আর অসংখ্য পুরস্কার। বলিউডের গন্ডি পেরিয়ে হলিউড আর টেলিভিশনেও সফল পদচারণা দেখা গেছে তার।

কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ স্কুলে পড়ার সময় মা তেজি বচ্চনের সঙ্গে একটি ছবি তুলেছিলেন। তার ৭৪তম জন্মদিন উপলক্ষে এটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। তাদের মতে, অন্য দশজন স্কুল ছাত্রের মতোই লাগছে তাকে। তখন কেইবা জানতো, এই বালকই হয়ে উঠবেন ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার!

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।