ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন শিল্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
বাবা হারালেন শিল্পা শিল্পা শেঠি

সবাই যখন বিজয়া দশমীর আনন্দ উদযাপনে মগ্ন, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়ির পরিবেশ তখন থমথমে। মঙ্গলবার (১১ অক্টোবর) তার বাবা সুরেন্দ্র শেঠি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন।

সুরেন্দ্র শেঠি ছিলেন ব্যবসায়ী। ভারতের ঔষধ শিল্পে উত্তাপরোধক পানি ক্যাপের প্রচলনে তার ভূমিকা অপরিসীম। ভারত-চীন যৌথ প্রযোজিত ‘দ্য ডিজায়ার’ ছবিটি পরিচালনা করেন তিনি। তবে এটি এখনও আলোর মুখ দেখেনি।

সুরেন্দ্র শেঠি রেখে গেছেন স্ত্রী সুনন্দা এবং দুই কন্যা শিল্পা শেঠি ও শমিতা শেঠিকে। দুই মেয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বাবাকে দেখা গেছে। তিনি ছিলেন স্বাস্থ্য সচেতন মানুষ। রোজ হাঁটতেন। শিল্পার পুত্র বিয়ানের সঙ্গে প্রায়ই সময় কাটতো তার।

বুধবার সুরেন্দ্র শেঠির শেষকৃত্য অনুষ্ঠানে শিল্পাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, মাধবন, সঞ্জয় কাপুর, সালমান খানের বাবা সেলিম খান।

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।