ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাজার হাজার পোড়ামাটির ইঁদুরের প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
হাজার হাজার পোড়ামাটির ইঁদুরের প্রদর্শনী

শিল্পী কামরুজ্জামান স্বাধীনের ছোটবেলা কেটেছে ঠাকুরগাঁওয়ে। সেখানকার সাঁওতাল কমিউনিটির সঙ্গে তার সখ্য ছোটবেলা থেকেই।

তাদের জীবনধারার পরিবর্তনগুলো তিনি দেখেছেন কাছ থেকে। ধীরে ধীরে শিকার ছেড়ে সাঁওতালদের প্রধান জীবিকা হয়ে ওঠে আধুনিক কৃষিকাজ।

এর অংশ হিসেবে হাইব্রিড ফসল আর কীটনাশকের অতিরিক্ত ব্যবহার তাড়িয়ে দিয়েছে শিয়াল, পেঁচা, ঈগল ও আরও অনেক প্রাণী যারা এই অঞ্চলের প্রাণের ভারসাম্য রক্ষার জন্য ছিলো গুরুত্বপূর্ণ। সাঁওতালরা আগে ইঁদুর শিকার করলেও এই প্রাণীরাই দখল করে নিয়েছে তাদের মাটির ঘরবাড়ি।

এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের মোলানি পাড়ায় এক সাঁওতাল গ্রামে চলতি বছরের শুরুতে একটি প্রজেক্ট শুরু হয়। এর অংশ হিসেবে শিল্পী কামরুজ্জামান স্বাধীন সাঁওতাল কমিউনিটির মানুষদের সঙ্গে নিয়ে কয়েক হাজার মাটির তৈরি ইঁদুর বানিয়েছেন। এগুলো নিয়ে আয়োজন করা হয়েছে ‘রুটেট ইন সয়েল’ শীর্ষক তার একক শিল্প প্রদর্শনী।

এতে থাকবে একটি সিরিজ। এর মূলভাবনা হলো মানুষের সঙ্গে প্রকৃতির জটিল সম্পর্ক। প্রদর্শনীতে স্থান পাবে হাজার হাজার পোড়ামাটির ইঁদুর নিয়ে একটি ইনস্টলেশন, শত শত তীর নিয়ে একটি ভিডিও ইনস্টলেশন এবং সাঁওতালদের ঘর লেপার কৌশল ব্যবহার করে বানানো কিছু পেইন্টিং।

অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন হবে আগামী ১৪ অক্টোবর বিকেল ৪টায়। এখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের, বিশেষ অতিথি শিল্পী-সমালোচক মোস্তফা জামান ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

‘রুটেট ইন সয়েল’ প্রদর্শনীটি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা।

বাংলাদেশ সময় : ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।