ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার দৃশ্য : ‘নদ্দিউ নতিম’

‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে গত বছরের ৩০ অক্টোবর ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দেশের নাট্যচর্চায়। দলটি প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে ‘ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার’ শিরোনামে।

এ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানমালার। শুরুতে ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের প্রদর্শনী হবে। এরপর থাকছে গত এক বছরের সহযোগীদের সঙ্গে পুনর্মিলনী।

‘নদ্দিউ নতিম’ হলো নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ। মতিন নামের এক কবিকে ঘিরেই এর গল্প। এটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, পোশাক পরিকল্পনায় সোনিয়া হাসান এবং আবহসংগীতে আর্য মেঘদূত।

গত এক বছরে ম্যাড থেটার ঢাকার বাইরে রাজশাহী থিয়েটার আয়োজিত মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব ও মণিপুরি থিয়েটারের আয়োজনে ‘বিষু উৎসবে অংশগ্রণ করে। গত ১৯ জুলাই স্মৃতিচারণ ও ‘নদ্দিউ নতিম’ নাটকের দ্বাদশ রজনী উৎসর্গের মাধ্যমে হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করে ম্যাড থেটার।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।