ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে সেন্সরের কাঁচি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে সেন্সরের কাঁচি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর

বলিউড নির্মাতা করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুরের অন্তত তিনটি ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতের সিবিএফসি (সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেন্সরে প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন করণ।

তিনি চাননি একটি দৃশ্যেও অন্যের হস্তক্ষেপ থাকুক। সেন্সর বোর্ড সদস্যরা ছবিটির পরিণত ভাবনা ও নান্দনিকতার প্রশংসা করলেও ঐশ্বরিয়া ও রণবীরের মধ্যকার কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। এগুলোতে যেন কাঁচি না পড়ে সেজন্য চেষ্টার ত্রুটি রাখেননি করণ। সাহসী মনোভাব নিয়ে তিনি উল্লেখ করেন, এসব দৃশ্য বাদ দিলে গল্প দুর্বল হয়ে পড়বে।

কিন্তু লাভ হয়নি। কর্তনের সিদ্ধান্তে অনড় সেন্সর বোর্ড। অনেক চেষ্টার পরও সফল না হয়ে এটা মেনে নিয়েছেন করণ। তাই ট্রেলারে দেখা যাওয়া একটি দৃশ্য তিনটি অন্তরঙ্গ মুহূর্ত মুছে ফেলা হয়েছে ছবি থেকে।

একদিক দিয়ে অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে গত ১২ অক্টোবর ইউএ (অভিভাবকের সঙ্গে শিশুদের জন্য উপযোগী) সনদপত্র দিয়েছে সিবিএফসি।

এমনিতেই ছবিটির এক অভিনেতা ফাওয়াদ খান ও দুই নারী চরিত্রের জাতীয়তা পাকিস্তান হওয়ায় বিপাকে পড়েছেন করণ। কারণ উরি হামলার কারণে সৃষ্ট ভারত ও পাকিস্তানের মধ্যকার অস্থিতিশীল পরিস্থিতি।  

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। এতে রণবীরের বিপরীতে আনুশকা শর্মাও অভিনয় করেছেন। এ ছাড়া অতিথি চরিত্রে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

* ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ট্রেলার :

* ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির বিহাইন্ড দ্য সিন :


* ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের ভিডিও :



* ‘বুলেয়া’ গানের ভিডিও :


* ‘চান্না মেরেয়া’ গানের ভিডিও :

আরও পড়ুন>>>

* ১৭ কিলো লেহেঙ্গায় মুশকিলে আনুশকা
* সালমানের মুখে ঐশ্বরিয়ার রূপের প্রশংসা
* ঐশ্বরিয়া-রণবীর রসায়নের প্রথম ভিডিও
* ১৪ বছর পর শাহরুখ-ঐশ্বরিয়ার জুটি
* ঐশ্বরিয়ার সঙ্গে রণবীর-আনুশকা

বাংলাদেশ সময় : ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।