ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বেফিকরে’র ট্রেলারের প্রশংসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
‘বেফিকরে’র ট্রেলারের প্রশংসা ‘বেফিকরে’র দৃশ্যে বাণী কাপুর ও রণবীর সিং

চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার প্রেমের ছবি ‘বেফিকরে’র ট্রেলারের প্রশংসা করলেন অভিনেতা ঋষি কাপুর। এটাকে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদনী’র এ সময়ের পরিণত সংস্করণ মনে হয়েছে তার কাছে।

ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন শ্রীদেবীকে নিয়ে।

টুইটারে ১১ অক্টোবর রাতে ৬৪ বছর বয়সী ঋষি বলেছেন, “একটা অনবদ্য উষ্ণ ট্রেলার! এ যেন ‘চাঁদনী’র আধুনিকায়ন। পরিণত সংস্করণ। বিদেশি লোকেশন, সাবলীল অভিনয়, দুষ্টুমি, হাস্যরস, মজা, প্রেমে ভরপুর!”

রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত ‘বেফিকরে’র ট্রেলার মাত্র ৪৮ ঘণ্টায় ইউটিউবে দেখা হয়েছে দেড় কোটি বার। এর প্রতিটি পোস্টারে তাদের চুম্বন দৃশ্য নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে।

‘বেফিকরে’ মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর। এর মাধ্যমে আট বছর পর পরিচালনায় ফিরলেন আদিত্য চোপড়া। পরিচালক হিসেবে এটি তার চতুর্থ ছবি। আগের তিনটি হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মোহাব্বাতে’ ও ‘রব নে বানা দি জোড়ি’।

এদিকে যশরাজ ফিল্মসের ‘বেফিকরে’ ফরাসি ছবি ‘লাভ মি ইফ ইউ ডেয়ার?’কে মনে করিয়ে দিচ্ছে বলে অনেকের মন্তব্য। কাকতালীয় হলো, আদিত্য চোপড়া তার নতুন ছবিটির বেশিরভাগ চিত্রায়নই করেছেন ফ্রান্সের প্যারিসে। ট্রেলারের প্রকাশনাও হয়েছে আইফেল টাওয়ারে।

* ‘বেফিকরে’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।