ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের তোয়ালে নাচে ডোয়াইন ব্র্যাভো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
সালমানের তোয়ালে নাচে ডোয়াইন ব্র্যাভো সালমান খান, (ডানে) নাচছেন ডোয়াইন ব্র্যাভো

এক যুগ আগে ‘মুঝসে শাদি কারোগি’ ছবির একটি গানে সুপারস্টার সালমান খান দুই পায়ের মাঝে হাতে তোয়ালে নিয়ে নেচেছিলেন। তার মজার এই পরিবেশনা তুমুল জনপ্রিয় হয়।

এরপর অনেকেই এর পুনরাবৃত্তি করেছেন বিভিন্ন অনুষ্ঠানে।

এ তালিকায় এবার যুক্ত হলেন ডোয়াইন ব্র্যাভো। ভারতীয় তারকাদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’য় সল্লুর জনপ্রিয় গানগুলোর তালে তার তোয়ালে নাচ করে দেখান ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। গত ১১ অক্টোবর সন্ধ্যায় এর চিত্রায়ন হয়।

ব্র্যাভো বলেছেন, ‘বলিউডের সবচেয়ে বড় তারকা হলেন তিন খান। আমি তাদের সবার ভক্ত। আমার মনে হয়, বলিউডের দারুণ অভিনেতাদের মধ্যে সালমান অন্যতম। তার স্টাইল আর নাচের মুদ্রা আমাকে মুগ্ধ করে। ’

যোগ করে ডোয়াইন আরও বলেন, ‘অনুষ্ঠানের সৃজনশীল দলটি আমাকে সালমানের জনপ্রিয় গানগুলো নিয়ে সাজানো একটি ভিডিও দেখানোর পরআমার আগ্রহ জন্মে। এসব পারফর্ম্যান্স দেখেই এ অনুষ্ঠানে অংশ নিতে উদ্বুদ্ধ হলাম। তার পাঁচমিশালী গানের তালে নাচতে পেরে আমি উচ্ছ্বসিত। ’

ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি ব্র্যাভো জনপ্রিয় একজন সংগীতশিল্পী।   তার গাওয়া ‘চাম্পিয়ন’ শিরোনামের একটি গান টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বেশ জনপ্রিয় হয়।

* ‘মুঝসে শাদি কারোগি’ ছবির ‘জিনে কা হ্যায় চারদিন’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।