ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নীল নিতিন মুকেশের বাগদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
নীল নিতিন মুকেশের বাগদান নীল নিতিন মুকেশের সঙ্গে রুকমিনি সাহায়

বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ। মুম্বাইয়ের মেয়ে রুকমিনি সাহায়ের সঙ্গে ঘরোয়া পরিসরে ৩৪ বছর বয়সী এই তারকার বাগদান হয়ে গেছে।

গত ১১ অক্টোবর মুম্বাইয়ে জুহুর একটি হোটেলে আংটিবদল অনুষ্ঠানে ছিলেন দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের স্বজনরা।

রুকমিনি কাজ করেন বিমান শিল্পে। বেশ কয়েক বছর ধরে ২৭ বছর বয়সী এই তরুণীর সঙ্গে নীলের জানাশোনা। এক মাস আগে নিজেদের সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। দুই পরিবারের আলোচনায় তাদের বাগদান হয়েছে।

বাগদান অনুষ্ঠানে নীল পরেছিলেন লাল কোট ও কালো শেরওয়ানি। তার হবু কনে পরেন গোলাপি ও নীলের সম্মিলনে সাজানো লেহেঙ্গা। খোপায় ছিলো বেলী ফুল।

ভারতের কিংবদন্তি প্রয়াত গায়ক মুকেশের নাতি নীল। তার বাবা গায়ক নিতিন এক বিবৃতিতে বলেছেন, ‘বিয়ের ব্যাপারে সিদ্ধান্তের বিষয়টি পরিবারের ওপর ছেড়ে দিয়েছিলো ও। আমাদের কাছে মনে হয়েছে, রুকমিনিই ওর জন্য যুতসই। ’

এদিকে আন্ধেরিতে নিজের নতুন বাড়িতে উঠেছেন নীল। এর সাজসজ্জা করেছেন তিনি নিজেই। আগামী বছরের শুরুর দিকে রুকমিনির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দু’জনে এখানেই থাকবেন।

নীল অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য ‘জনি গাদ্দার’ (২০০৭), ‘নিউইয়র্ক’ (২০০৯), ‘জেল’ (২০০৯), ‘সাত খুন মাফ’ (২০১১), ‘প্লেয়ার্স’ (২০১২), ‘ডেভিড’ (২০১৩), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫), ‘ওয়াজির’ (২০১৬) প্রভৃতি।

বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।