ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাট্যধারার তনুশ্রী পদক ২০১৬

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
নাট্যধারার তনুশ্রী পদক ২০১৬

নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদকের প্রচলন শুরু হয় ২০০১ সালে। এবারের পদক প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটির প্রধান অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করবেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেঝ মিজু।

এখানে বিশেষ অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী ও ফ্যাশন হাউস অঞ্জন’সের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।

পদক প্রদান শেষে সন্ধ্যা সোয়া সাতটায় মঞ্চায়ন হবে নাট্যধারার ১৬তম প্রযোজনা ‘অতীশ দীপঙ্কর সপর্যা’। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।