ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিলীপ কুমারের নাতনির পরামর্শদাতা সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
দিলীপ কুমারের নাতনির পরামর্শদাতা সালমান সালমান খান ও সায়েশা সায়গল

সুপারস্টার সালমান খানের কাছে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ চাইলেন নবাগতা সায়েশা সায়গল। অজয় দেবগণের পরিচালনায় তার বিপরীতেই ‘শিবায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দিলীপ কুমারের এই নাতনির।

সায়েশা জানান, কয়েক বছর আগে দিলীপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় তার। ১৯ বছর বয়সী এই তরুণী বলেন, ‘আমার দাদার জন্মদিনে তার সঙ্গে দেখা হয়। তখন তিনি আমাকে চলচ্চিত্রে যুক্ত হওয়ার জন্য বলেছিলেন। আমি মনে করি, প্রতিভা বোঝার দৃষ্টি আছে তার। ’

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সায়েশা আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের সম্পর্কটা এমন যে, কোনো ছবির প্রস্তাব পেলে করবো কি করবো না তা নিয়ে আলোচনা করতে তাকে ফোন করি। তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। এজন্য নিজেকে ধন্য মনে হয়। ’

‘সুলতান’ তারকার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে সায়েশা বলেন, ‘তিনি চমৎকার মনের মানুষ। তিনিই আমার প্রিয় তারকা। তার সঙ্গে কাজ করতে চাই। সুরজ পাঞ্চোলি ও টাইগার শ্রফকে আমি জানি। তারা আমার বন্ধু। তবে আমার বেশিরভাগ বন্ধুই স্কুল ও কলেজের। বলিউডের শিল্পীরা সামাজিক। তবে আমার ঘনিষ্ঠ বন্ধুরা শোবিজের বাইরের। ’

দিওয়ালি উপলক্ষে ‘শিবায়’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। এতে আরও অভিনয় করেছেন ইরিকা কার। গত বছর তেলেগু ছবি ‘আখিল: দ্য পাওয়ার অব জুয়া’র মাধ্যমে অভিনয় করেছেন সায়েশা।  

সায়েশার মা অভিনেত্রী শাহীন বানু হলেন দিলীপ কুমারের সহধর্মিণী সায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে। ১৯৯৭ সালে শাহীন বানু বিয়ে করেন অভিনেতা সুমিত সায়গলকে। কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতিরই কন্যা সায়েশা সায়গল।

* ‘শিবায়’ ছবির ট্রেলার :


* ‘তেরে নাল ইশকা’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।