ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপরাহ ও লোপেজের কাতারে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
অপরাহ ও লোপেজের কাতারে প্রিয়াঙ্কা (বাঁ থেকে) জেনিফার লোপেজ, প্রিয়াঙ্কা চোপড়া ও অপরাহ উইনফ্রে

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে যোগ হলো আরেকটি পালক। মিডিয়া মোগল অপরাহ উইনফ্রে ও পপতারকা জেনিফার লোপেজের সঙ্গে ভ্যারাইটি ম্যাগাজিনের ‘পাওয়ার অব ওমেন ইম্প্যাক্ট’ তালিকায়  যুক্ত হলেন তিনি।

প্রিয়াঙ্কার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র সাফল্য এবং ‘দ্য জঙ্গল বুক’ ছবির হিন্দি সংস্করণের ডাব, সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের বিস্তারিত তথ্য দিয়েছে ম্যাগাজিনটি।

ভ্যারাইটিকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, আগামী বছর টিভি অনুষ্ঠান থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা আছে তার। তিনি বলেছেন, ‘আমার হাতে একেবারেই ফাঁকা সময় নেই। ’

তালিকায় হলিউডের অন্য তারকাদের মধ্যে আছেন মার্গট রবি, অ্যামি পোয়েলার, অ্যালিসিয়া ভিক্যান্ডার, ব্রি লারসন, মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্রিস্টিন অ্যাপলগেট, জাডা পিঙ্কেট স্মিথ, সুজানে টড, ক্যাথরিন হ্যান, অ্যানি মুমোলো।

এখন ‘কোয়ান্টিকো’ সিরিজের দ্বিতীয় মৌসুমের কাজ করছেন প্রিয়াঙ্কা। ‘ভেন্টিলেটর’ নামের মারাঠি ছবিও প্রযোজনা করেছেন তিনি। তাকে বলিউডে সবশেষ এ বছর ‘জয় গঙ্গাজল’ ছবিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।