ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লালনের তিন গানের সমন্বয়ে একটি গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
লালনের তিন গানের সমন্বয়ে একটি গান

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৬তম তিরোধান বার্ষিকীতে ঈগল মিউজিক প্রকাশ করছে লালনের তিনটি গানের সমন্বয়ে তৈরি একটি পূর্ণাঙ্গ গান। এটি গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র জসিম।

‘লালন মেডলি’ শিরোনামের গানটি সাজানো হয়েছে ‘সহজ মানুষ’, ‘কি কালাম পাঠাইলেন আমায়’ এবং ‘পাপ পুণ্যের কথা’ এই তিনটি গানের মিশ্রণে। সংগীতায়োজন করেছেন মার্সেল ও মাহমুদ।

লালন স্মরণে মারিয়া তুষার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘গ্রাস’ ছবির ‘আমি একদিনও না দেখিলাম তারে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করছে ঈগল মিউজিক। এতে কণ্ঠ দিয়েছেন আতিক শামস। সুর ও সংগীতায়োজনে আবিদ রনি।

জানা গেছে, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপসের পাশাপাশি ঈগল মিউজিকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানগুলো।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।