ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় মাসের চুক্তিতে নুসরাত ফারিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
ছয় মাসের চুক্তিতে নুসরাত ফারিয়া

বড়পর্দার এ সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-নাইন মডেলের হ্যান্ডসেটের ডিজিটাল প্রচারণায় কাজ করবেন। সোমবার (১৭ অক্টোবর) ঢাকায় হুয়াওয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এখন তরুণদের জীবনযাপনের একটা অংশ হয়ে গেছে স্মার্টফোন। তাই রুচিশীল ও ফ্যাশনেবল স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের মডেল হুয়াওয়ে পি-নাইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ’

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং বলেন, ‘নুসরাত ফারিয়া এ প্রজন্মের তরুণদের আইকন। তিনি তার স্টাইল ও অভিনয়শৈলীর জন্য অত্যন্ত জনপ্রিয়। যেটা পুরোপুরিভাবেই আমাদের ব্র্যান্ডের সঙ্গে যুতসই। হুয়াওয়ে পি নাইনের সঙ্গে তার একাত্মতা স্টাইলিশ ও রুচিসম্মত স্মার্টফোনের ব্যাপারে তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তুলবে। ’
 
নুসরাত ফারিয়া এখন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের তত্ত্বাবধানেই মূলত তিনি নতুন প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন>>>
* অনেকদিন পর র‌্যাম্পে নুসরাত ফারিয়া
* আমার ওজন যেন ৪৫ কিলো থাকে: নুসরাত ফারিয়া

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।