ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নবম শ্রেণীর প্রশ্নপত্রে ‘বিরাট কোহলির প্রেমিকা কে?’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
নবম শ্রেণীর প্রশ্নপত্রে ‘বিরাট কোহলির প্রেমিকা কে?’ বিরাট কোহলি ও আনুশকা শর্মা

মহারাষ্ট্রের ভিবান্দিতে একটি হিন্দি-মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ফিজিক্যাল ট্রেনিং পরীক্ষায় তারকা গসিপ সম্পর্কিত অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে হয়েছে। গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়, ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা কে?

শিক্ষার্থীদের উত্তর দেওয়া সহজতর করতে তিনটি নামও উল্লেখ ছিলো।

তারা হলেন প্রিয়াঙ্কা (চোপড়া), আনুশকা (শর্মা) ও দীপিকা (পাড়ুকোন)। শরীরচর্চার পরীক্ষায় তারকা খেলোয়াড় বিষয়ক প্রশ্ন আসতেই পারে। কিন্তু মনে হচ্ছে, শিক্ষার্থীদের গসিপ সম্পর্কে ধারণা কেমন তা পরখ করে দেখতে চেয়েছেন এক শিক্ষক।

প্রশ্নপত্রে শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু বিষয়ক প্রশ্নও ছিলো। এ ক্ষেত্রে পছন্দমতো বেছে নেওয়ার জন্য দেওয়া হয় তিনজনের নাম। তারা হলেন- (বিনোদ) কাম্বলি, রবি শাস্ত্রী ও (সঞ্জয়) মাঞ্জরেকার।

ভিবান্দির থানেতে অবস্থিত চাচা নেহরু হিন্দি হাইস্কুলের এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ইতিমধ্যে এটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। স্কুলের পরীক্ষায় খেলোয়াড়দের ব্যক্তিজীবন ও প্রেমের প্রাসঙ্গিক প্রশ্ন দেখে সাধারণ মানুষ বেশ মজা পেয়েছেন। টুইটারে অনেকের মন্তব্য, কারেন্ট অ্যাফেয়ার্সও দেখছি এখন প্রশ্নের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবে সিলেবাসের বাইরে গিয়ে এ ধরনের প্রশ্ন করা অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপের মতোই ব্যাপার।

স্কুলের প্রধান শিক্ষক এ আর পান্ডে অবশ্য এতে খুশি নন। তিনি জানিয়েছেন, ২০১২ সালে তাদের পিটি শিক্ষক অবসর নেওয়ার পর থানে জেলার শিক্ষা কর্মকর্তা অশোক মিসালকে বারবার ডেকেছিলেন তারা। কিন্তু এই পদ এখনও শুন্য। স্কুলের পরীক্ষার জন্য হিন্দি শিক্ষককে প্রশ্নপত্র তৈরি করতে বলেছিলাম। ’

প্রশ্নপত্রটি সাজিয়েছেন হিন্দি শিক্ষক মনোজ রাই। বিরাট কোহলির প্রেমিকা কে, এমন প্রশ্ন কেনো তিনি রেখেছেন তার ব্যাখ্যা চাওয়া হয় স্কুল থেকে। এরই মধ্যে তিনি ক্ষমাও চেয়েছেন।

আনুশকার সঙ্গে বিরাটের প্রেম নিয়ে মুখরোচক খবর বের হয় ক'দিন পরপরই। তবে মাঝে তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার ধারণাও ছড়ায়। তবে এখন আবার সুসম্পর্ক চলছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন>>>
* আনুশকার জন্মদিনে বিরাট পরিকল্পনা!
* কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।