ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইকেলে শাহরুখ-আলিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
সাইকেলে শাহরুখ-আলিয়া (ভিডিও)

সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের এ সময়ের অভিনেত্রী আলিয়া ভাট। গৌরি শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ নামের একটি ছবিতে দেখা যাবে তাদের রসায়ন।

প্রচারণায় অভিনবত্ব আনতে মঙ্গলবার (১৮ অক্টোবর) এর প্রথম পোস্টার প্রকাশিত হলো টুইটারে শাহরুখ ও আলিয়ার আলাপচারিতার মাধ্যমে। টুইটারে আলিয়া জানান, শাহরুখের কাছ থেকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সমাধান পেয়েছেন। দ্রুত বুদ্ধিসম্পন্ন হিসেবে বলিউড বাদশার জুড়ি নেই।

শাহরুখ ও তার স্ত্রী গৌরি খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের উদ্ভাবনী বিপণন কৌশল হিসেবে দেখা হচ্ছে এই আড্ডা। তার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহর ও গোরি শিন্ডে।

পোস্টারে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে বেরিয়েছেন শাহরুখ ও আলিয়া। তাদের অসম জুটি দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি করেছে। ছবিটির গল্প যুতসই জীবনের খোঁজে থাকা চিত্রগ্রাহক কায়রাকে ঘিরে। এ চরিত্রেই দেখা যাবে আলিয়াকে। তিনি বলেছেন, ‘এ ছবি হলো এক টুকরো প্রাত্যহিক জীবন। হাসি, আনন্দ, বেঁচে থাকা, রোজ আমরা যা যা করি সেটাই দেখা যাবে এতে। ’

‘ইংলিশ ভিংলিশ’খ্যাত পরিচালক গৌরি শিন্ডে বলেছেন, ‘অপূর্ণ জীবনে আনন্দ খুঁজে বেড়ানোই এ ছবির উপজীব্য। ’ এতে আরও আছেন কুনাল কাপুর ও আলি জাফর। ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।

* ‘ডিয়ার জিন্দেগি’ ছবির টিজার :

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।