ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহনাজ রহমতউল্লাহর গান গাইবেন মুন্নী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
শাহনাজ রহমতউল্লাহর গান গাইবেন মুন্নী শাহনাজ রহমতউল্লাহ ও দিনাত জাহান মুন্নী

বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ কালজয়ী কিছু গান গেয়ে শোনাবেন দিনাত জাহান মুন্নী। আগামী ২১ অক্টোবর সন্ধ্যায় ঢাকার গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবে থাকছে তার এই পরিবেশনা।

‘ট্রিবিউট টু শাহনাজ রহমতউল্লাহ’ শিরোনামের অনুষ্ঠানটি শুরু হবে রাত সাড়ে আটটায়। ঘণ্টা দেড়েক কিংবদন্তি শিল্পীর কিছু গান গাইবেন মুন্নী। এখানে শুধু ক্লাবের সদস্যরা থাকবেন।

ক্যাডেট কলেজ ক্লাবের সমন্বয়ক (কালচারাল কমিটি) আর.এইচ.এম. হাসান আলফি বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বললেন, ‘এ আয়োজন নিয়ে আমরা শাহনাজ আপার সঙ্গে কথা বলেছি। তার মনে হয়েছে দিনাত জাহান মুন্নী ভালো গাইবেন। আমরা তাকে অনুরোধ করেছিলাম অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু তিনি এখন বাইরে খুব একটা বের হন না। তবে তিনি আমাদের আশীর্বাদ দিয়েছেন। ’

এদিকে লালনের তিরোধান উপলক্ষে বৃহস্পতিবার আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানে গাইবেন মুন্নী। তার সঙ্গে থাকবেন অর্পিতা ও আশিক। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২০ মিনিটে। প্রযোজনায় শাহ আমীর খসরু। সম্প্রতি চ্যানেল আইতে সকালের অনুষ্ঠানে বরেণ্য সুরকার আলাউদ্দিন আলীর উপস্থিতিতে তার সুর করা গান গেয়েছেন মুন্নী।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।