ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবরীর ধারাবাহিক নাটকে সোহেল রানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
কবরীর ধারাবাহিক নাটকে সোহেল রানা সোহেল রানার সঙ্গে কবরী

চলচ্চিত্রের আদলে ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অভিনেত্রী কবরী। এজন্য এটাকে বলা হচ্ছে সিনেম্যাটিক সিরিজ। এর নাম রাখা হয়েছে ‘আবার আসিবো ফিরে’। তিনি নিজেই এটি লিখেছেন।

চলচ্চিত্রের আদলে ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অভিনেত্রী কবরী। এজন্য এটাকে বলা হচ্ছে সিনেম্যাটিক সিরিজ।

এর নাম রাখা হয়েছে ‘আবার আসিবো ফিরে’। তিনি নিজেই এটি লিখেছেন।

১৩ পর্বের ধারাবাহিকটিতে কবরী জুটি বেঁধেছেন চিত্রনায়ক সোহেল রানার সঙ্গে। রূপালি পর্দায় তাদেরকে একফ্রেমে দেখা গেছে। তবে এবারই প্রথম টেলিভিশনে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

‘আবার আসিবো ফিরে’ নাটকের আরেকটি জুটি হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অহনা। চ্যানেল আইতে ১৪ ডিসেম্বর থেকে প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।