ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

শফিক তুহিনের সুর-সংগীতে কলরবের ‘মদীনাওয়ালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
শফিক তুহিনের সুর-সংগীতে কলরবের ‘মদীনাওয়ালা’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী গানের সংগঠন কলরব তৈরি করেছে নতুন গান ‘মদীনাওয়ালা’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী গানের সংগঠন কলরব তৈরি করেছে নতুন গান ‘মদীনাওয়ালা’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

নবীর ওপর গানটি লিখেছেন সাইফ সিরাজ। এতে কণ্ঠ দিয়েছেন কলরবের সাঈদুজ্জামান নূর এবং একঝাঁক শিল্পী।

‘মদীনাওয়ালা’ প্রসঙ্গে শফিক তুহিন রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বলেছেন, ‘এ ধরনের গান করার সুযোগ আসে না বললেই চলে। তাই কাজটা করে মনে হয়েছে কিছুটা বিশুদ্ধ হতে পেরেছি। ’

আগামী ১৩ ডিসেম্বর কলরবের প্রযোজনা ও ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়ার পরিবেশনায় গানটির ভিডিও প্রকাশ হবে। নির্দেশনায় রশিদ আহমাদ ফেরদৌস, সাঈদ আহমাদ ও মুহাম্মাদ বদরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।