ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর ক্যারিয়ারের ৫০ বছর পূর্তিতে ‘মম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
শ্রীদেবীর ক্যারিয়ারের ৫০ বছর পূর্তিতে ‘মম’ শ্রীদেবী

ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী রূপালি পর্দায় বর্ণাঢ্য ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছেন ২০১৭ সালে। এ নিয়ে গর্বিত ও খুশি তার স্বামী নির্মাতা বনি কাপুর। পাঁচ দশক পূর্তি উদযাপনের অংশ হিসেবে স্ত্রীর নতুন ছবি ‘মম’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি।

ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী রূপালি পর্দায় বর্ণাঢ্য ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছেন ২০১৭ সালে। এ নিয়ে গর্বিত ও খুশি তার স্বামী নির্মাতা বনি কাপুর।

পাঁচ দশক পূর্তি উদযাপনের অংশ হিসেবে স্ত্রীর নতুন ছবি ‘মম’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, চাইলে এ বছরেই মুক্তি দেওয়া যেতো এটি। কারণ আর মাত্র একটি গানের কাজ বাকি। কিন্তু শ্রীদেবীর ৫০ বছর পূর্তির কথা ভেবেই ‘মম’ মুক্তির জন্য নতুন সময় নির্বাচন করা হয়েছে।

‘মম’ সংশ্লিষ্ট একজন বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, শৈশব থেকেই ক্যামেরার সামনে এসেছেন শ্রীদেবী। সময় কতো দ্রুতই না চলে যায়! সম্প্রতি পরিবারের মনে হলো, আগামী বছর তার ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি হবে। তাই উপলক্ষ্যটি উদযাপনের অংশ হিসেবে মুক্তি দেওয়া হবে ছবিটি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।