ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিরপুর ও রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
মিরপুর ও রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে প্রামাণ্যচিত্র ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর কুখ্যাত আলবদর বাহিনীকে দিয়ে হত্যা করে বুদ্ধিজীবীদের।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর কুখ্যাত আলবদর বাহিনীকে দিয়ে হত্যা করে বুদ্ধিজীবীদের। যারা ছিলেন স্বাধীন বাংলাদেশের নানামাত্রিক কারিগর।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মিরপুর ও রায়েরবাজারে তৈরি হয়েছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এগুলোর নির্মাণ কাহিনীকে আলোকপাত করে সাজানো হলো প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’।

দীপ্ত টিভি প্রযোজনা করেছে এটি। ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই চ্যানেলে বুধবার ১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দেখা যাবে প্রামাণ্যচিত্রটি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।