ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে পাঁচ দিন মুক্তিযুদ্ধের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে পাঁচ দিন মুক্তিযুদ্ধের ছবি (বাঁয়ে ওপর থেকে) ‘মেঘমল্লার’ ও ‘অনিল বাগচীর একদিন’; (ডানে) ‘একাত্তরের মা জননী’র দৃশ্যে নিপুণ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। এবারের বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনীতে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি ছবি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। এবারের বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনীতে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি ছবি।

এর মধ্যে মুশফিকুর রহমান গুলজারের পরিচালিত ‘লাল সবুজের সুর’ মুক্তি পাচ্ছে শুক্রবার। শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ওমর সানি, সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন।

স্টার সিনেপ্লেক্সে আরও থাকছে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ (আরেফ সৈয়দ, জ্যোতিকা জ্যোতি, গাজী রাকায়েত), জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ (শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ) এবং শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ (আগুন, নিপুণ) ছবির প্রদর্শনী।   প্রতিটি শোর জন্য টিকেটের হার নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।