ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ আয়োজনে ‘আমার বাংলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ আয়োজনে ‘আমার বাংলা’ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মঞ্চ বেঁধেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। তাদের যৌথ উদ্যোগে হতে যাচ্ছে ‘আমার বাংলা’ শীর্ষক অনুষ্ঠান। এটাকে বলা হচ্ছে মহান বিজয়-দিবসে সকলের জন্য গাইবার, বলবার, শুনবার আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মঞ্চ বেঁধেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। তাদের যৌথ উদ্যোগে হতে যাচ্ছে ‘আমার বাংলা’ শীর্ষক অনুষ্ঠান।

এটাকে বলা হচ্ছে মহান বিজয়-দিবসে সকলের জন্য গাইবার, বলবার, শুনবার আয়োজন।

অনুষ্ঠানে ‘তোমার জয়গান’ শিরোনামে একটি নতুন গান গেয়ে শোনাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। এটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন সুজয় শ্যাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে উন্মুক্ত এই আয়োজনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেবে ছায়ানটের চার হাজার ছাত্রছাত্রী। তারা সমবেত কণ্ঠে পরিবেশন করবেন ৮টি দেশের গান। ‘আমার বাংলা’ সরাসরি দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।