ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পল্লীকবির লেখা আব্বাসউদ্দিনের গান গাইলেন কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পল্লীকবির লেখা আব্বাসউদ্দিনের গান গাইলেন কনা কনা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘প্রাণ সখীরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে/বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে/আমার মাথার বেণী বদল দেবো, তারে আইনা দে’- পল্লীকবি জসীমউদ্দীনের লেখা কালজয়ী গানটি গেয়েছিলেন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন। এটি সুর করেন কানাই লাল শীল।

‘প্রাণ সখীরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে/বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে/আমার মাথার বেণী বদল দেবো, তারে আইনা দে’- পল্লীকবি জসীমউদ্দীনের লেখা কালজয়ী গানটি গেয়েছিলেন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন। এটি সুর করেন কানাই লাল শীল।

গানটি জাহিদ বাশার পংকজের নতুন সংগীতায়োজনে গাইলেন কনা। বিটিভির প্রতি মাসের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর এবারের পর্বে থাকছে তার এই পরিবেশনা।

এ প্রসঙ্গে কনা রোববার (১৮ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে বললেন, ‘ছোটবেলায় আব্বাসউদ্দিনের গান শিখতাম। এর মধ্যে ‘প্রাণ সখীরে’ ছিলো অন্যতম। এটা নতুন সংগীতে প্রথমবার দর্শক-শ্রোতাদের জন্য  গেয়েছি। ভালো লাগছে। ’

‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ জানালেন- ডিসেম্বর বিজয়ের মাস, তাই এ পর্বে প্রাধান্য পেয়েছে মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, বাংলার রূপ-সৌন্দর্যের বন্দনা। গান, নাচ, নাটিকা, দর্শক পর্ব সবকিছুতেই রয়েছে দেশপ্রেমের বক্তব্য। নাট্যাংশগুলোতেও প্রাধান্য পেয়েছে বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকা ইত্যাদি।

প্রিয় মাতৃভূমির অপরূপ সৌন্দর্য নিয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান ‘আমি বাংলা মায়ের ছেলে’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। নতুন একটি দেশাত্মবোধক গান গেয়েছেন আলম আরা মিনু ও মৌটুসী পার্থ। এর কথা লিখেছেন ইকবাল খন্দকার, সুর ও সংগীত সুজন আরিফের।  

এ সময়ের তিনটি দেশাত্মবোধক ও আশাজাগানিয়া গানের অংশবিশেষের সঙ্গে নেচেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও অভিনেত্রী তাহমিনা মৌ। দর্শক প্রতিযোগিতা, হজম আলী, শালা দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলার সঙ্গে ‘পরিবর্তন পাঠশালা’ নামে নতুন একটি পর্ব যুক্ত হচ্ছে এবার। রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় মোঃ সরওয়ার মিয়া।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।