ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিশু হাসপাতালের দিনা লায়লা ওয়ার্ডে রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
শিশু হাসপাতালের দিনা লায়লা ওয়ার্ডে রুনা লায়লা শিশু হাসপাতালে দিনা লায়লা ওয়ার্ডের সামনে রুনা লায়লা ও তার কন্যা-নাতিরা

৪০ বছর আগে ১৯৭৬ সালের ২৭ ডিসেম্বর বড় বোন দিনা লায়লাকে হারান দেশের জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। ঢাকা শিশু হাসপাতালে তার বোনের স্মৃতির প্রতি উৎসর্গ করে একটি ওয়ার্ড রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেটি পরিদর্শন করে এলেন তিনি।

৪০ বছর আগে ১৯৭৬ সালের ২৭ ডিসেম্বর বড় বোন দিনা লায়লাকে হারান দেশের জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। ঢাকা শিশু হাসপাতালে তার বোনের স্মৃতির প্রতি উৎসর্গ করে একটি ওয়ার্ড রয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেটি পরিদর্শন করে এলেন তিনি।

রুনার সঙ্গে ছিলেন কন্যা তানি লায়লা ইসলাম ও দুই নাতি অ্যারন ও জাইন। হাসপাতালে অসুস্থ শিশু ও তাদের মায়েদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা। শিশুদের সঙ্গে ছবিও তুলেছেন সবাই। পাশাপাশি সাক্ষাৎ করেছেন নার্স ও চিকিৎসকদের সঙ্গে।  

এমন বেশকিছু সাধারণ শিশু ও তাদের মায়েদের পাশে ছিলেন রুনা লায়লা।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য ছিলো আবেগঘন মুহূর্ত। এই শিশুদের মাঝে এবং আমাদের স্মৃতিতে দিনা আপা বেঁচে থাকবেন। তাকে কখনও ভুলবো না। তিনিই সবসময় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করি। ’

শিশু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন রুনা লায়লা ও তার কন্যা-নাতিরা।  তানি লায়লা লিখেছেন, ‘আজকের সকালে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে গেলো। শিশুদের জন্য কাজ করাটা সবসময় প্রশংসনীয়। আমাদের ভালোবাসা ও প্রার্থনা আছে এই শিশুদের প্রতি। ’

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।