ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্ত্রী ও সন্তানদের নিয়ে দুবাইয়ে হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
প্রাক্তন স্ত্রী ও সন্তানদের নিয়ে দুবাইয়ে হৃতিক দুবাইয়ে সাগরপাড়ে সুজান খান ও দুই পুত্র হৃহান ও হৃধানের পাশে হৃতিক রোশন

প্রাক্তন স্ত্রী সুজান খান ও দুই পুত্র হৃহান ও হৃধানকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গেলেন সুপারস্টার হৃতিক রোশন। সেখানে সাগরপাড়ে কিছু সময় কাটান তারা।

প্রাক্তন স্ত্রী সুজান খান ও দুই পুত্র হৃহান ও হৃধানকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গেলেন সুপারস্টার হৃতিক রোশন। সেখানে সাগরপাড়ে কিছু সময় কাটান তারা।

সন্তানদের নিয়ে ফরাসি আল্পসে বড়দিন উদযাপনের পর দুবাইয়ে সুজানের সঙ্গে যোগ দেন হৃতিক। এখানে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুজান। ক্যাপশনে লিখেছেন, ‘অনেক সুন্দর একটা দিন। হাসিখুশি মন সুন্দর। ’

কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ের বান্দ্রায় একটি অভিজাত রেস্তোরাঁয় দুই পুত্রকে নিয়ে নৈশভোজ করতে দেখা গেছে হৃতিক ও সুজানকে। গত বছরের মাঝামাঝি আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদের পর থেকে নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন তারা। সন্তানদের কথা ভেবে বরাবরই তারা একত্র হচ্ছেন।

২০১৩ সালে আদালতে বিচ্ছেদের আবেদন করার পর সুজান পরিষ্কার জানিয়ে দেন, হৃতিক ও তিনি দুই পুত্রের জন্য সব ছাড় দেবেন। তাদের বিচ্ছেদ সন্তানদের বেড়ে ওঠার পথে অন্তরায় হতে দেবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তার ভাষ্য, ‘হৃতিক ও আমি প্রথমে বাবা-মা। সন্তানরাই আমাদের কাছে সবার ওপরে। ’

সম্প্রতি মুম্বাইয়ে হৃতিকের আগামী ছবি ‘কাবিল’ নিয়ে কি ভাবছেন সাংবাদিকরা জানতে চাইলে ইন্টেরিয়র ডিজাইনার সুজান বলেন, ‘আমি নিশ্চিত এটা ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।