ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
মিউজিক ভিডিওতে মিরাজ ‘আনন্দে নাচে এই মন’ গানের ভিডিও

প্রথমবার মিউজিক ভিডিওতে অংশ নিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। ‘আনন্দে নাচে এই মন’ শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও নাউমি। র‌্যাপ করেছেন তৌফিক আহমেদ।

ভিডিওটিতে মিরাজ নেচেছেন। শুধু তিনি নন; এতে মডেল হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট, গায়ক-অভিনেতা তাহসান, ইউটিউব সেনসেশন সালমান মুক্তাদীর, এ প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর ও সাফা কবিরসহ অনেকে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ৪০ লাখ লাইক পড়েছে। বিশ্বের আর কোনো মার্কিন দূতাবাসের এমন মাইলফলক নেই। এরই অংশ হিসেবে ২০১৭ সালকে স্বাগত জানাতে ভিডিওটি নির্মাণ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।