ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরে ‘হলিউড’ নিদর্শন বদলে হয়ে গেছে ‘হলিউইড’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নতুন বছরে ‘হলিউড’ নিদর্শন বদলে হয়ে গেছে ‘হলিউইড’! ‘হলিউড’ লেখা বিখ্যাত নিদর্শনটি বদলে হয়ে গেছে ‘হলিউইড’

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হলিউডের প্রতিবেশী বাসিন্দারা নতুন বছরের প্রথম দিনে ঘুম ভাঙার পর ভড়কে গেছেন! তারা সবাই লক্ষ্য করেছেন- ‘হলিউড’ (Hollywood) লেখা বিখ্যাত নিদর্শনটি বদলে হয়ে গেছে ‘হলিউইড’ (Hollyweed)!

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এ ঘটনাকে ছোটখাট অনধিকার প্রবেশ হিসেবে দেখে তদন্ত করছে। মাউন্ট লি পর্বতে ৪৫ ফুট দীর্ঘ অক্ষরে তৈরি করা হয় নিদর্শনটি।

তবে ‘হলিউইড’ করে ফেলা হলেও এর কোনো ক্ষতি হয়নি। কারণ ‘ও’ বর্ণ দুটিকে মজার ছলে ‘ই’ করে দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানায়, মাউন্ট লি পর্বতে ‘হলিউড’ লেখা নিদর্শনটিতে এক ব্যক্তির ওঠার ঘটনা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। একই রকম ঘটনা সবশেষ ঘটেছিলো ১৯৭৬ সালে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।