ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেইক আইডি রাজকুমার ও প্রজাপতির গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ফেইক আইডি রাজকুমার ও প্রজাপতির গল্প ‘রাজকুমার ও প্রজাপতির গল্প’ টেলিছবিতে এফএস নাঈম ও জাকিয়া বারী মম

রাজকুমার ও প্রজাপতি নামে দুটি ফেইক আইডি আছে এক তরুণ ও এক তরুণীর। কেউ কাউকে না চিনলেও তারা একে অপরকে ভালোবেসে ফেলে।

কিন্তু রাজকুমার যেদিন জেনে যায় প্রজাপতি তার কল্পনার মতো সুন্দর নয় সেদিন থেকে শুরু হয় বিপত্তি। প্রজাপতির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রাজকুমার।

মানসিকভাবে ভেঙে পড়ে প্রজাপতি।

অনেক বছর পর আফরান নামের এক ছেলের সঙ্গে পরিচয় হয় প্রজাপতি নামধারী অধরার। ঘটনাক্রমে অধরা জানতে পারে আফরানই তার ভালোবাসার মানুষ রাজকুমার। ঘৃণা ও দুঃখ নিয়ে চলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অধরা। চিকিৎসক জানিয়ে দেন তাকে বাঁচানো অসম্ভব।

‘রাজকুমার ও প্রজাপতির গল্প’ টেলিছবির কাহিনি এমনই। এতে আফরান চরিত্রে এফএস নাঈম এবং অধরার ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

টেলিছবিটি লিখেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনায় রূপক বিন রউফ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে ‘রাজকুমার ও প্রজাপতির গল্প’।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।