ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্তদের জন্য জন্মদিনে দীপিকার ফিরতি উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ভক্তদের জন্য জন্মদিনে দীপিকার ফিরতি উপহার ইনস্টাইল ম্যাগাজিনের ছবিতে দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন এখন হলিউড অভিষেকের প্রহর গুনছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ৩১ বছরে পা রেখেছেন তিনি। ভারতীয় তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ফলোয়ার আছে যাদের, ‘বাজিরাও মাস্তানি’র এই অভিনেত্রী তাদের অন্যতম।

জন্মদিনে দীপিকাকে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে কোটি কোটি ফলোয়ার শুভেচ্ছা জানিয়েছে। সবার ভালোবাসা দেখে আন্তর্জাতিক ম্যাগাজিন ইনস্টাইলের ফটোশুট থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

তার ফিরতি উপহার পেয়ে ভক্তরা উল্লসিত।

ইনস্টাইল ম্যাগাজিনের ছবিতে দীপিকা পাড়ুকোনজানা গেছে, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক থেকে শুরু করে স্টাইলিংয়ে ঝুঁকি নেওয়ার ব্যাপারে ম্যাগাজিনটির সঙ্গে কথা বলেছেন দীপিকা। আগামী ১৪ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে ভারতে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।