ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

তিশাকে প্রশ্ন করেই কাছাকাছি যাওয়ার সুযোগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
তিশাকে প্রশ্ন করেই কাছাকাছি যাওয়ার সুযোগ! নুসরাত ইমরোজ তিশা, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন বছরে ভক্তদের জন্য নতুন কিছু নিয়ে আসছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মাত্র একটি সুন্দর প্রশ্ন করেই পৌঁছে যাওয়া যাবে তার কাছাকাছি। 

পপকর্ন ডিজিটাল ও টিম তিশার যৌথ উদ্যোগে ভক্তদের জন্য নতুন বছরের উপহার ‘আপ ক্লোজ উইথ তিশা’। এ অায়োজনে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

তার ফেসবুক পেজে নির্দিষ্ট পোস্টের নিচে ও ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে প্রশ্ন।

ভক্তদের মধ্যে সেরা পাঁচ প্রশ্নকারী পাচ্ছেন তিশার সঙ্গে ফটোসেশন করার সুযোগ ও স্যুভেনির বক্স। নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর দেবেন তিনি। এগুলো নিয়ে পপকর্নের বানানো ভিডিও শেয়ার দেওয়া হবে আগামী ১৩ জানুয়ারি। প্রশ্ন করা যাচ্ছে upclosewithtisha@gmail.com ঠিকানায়। প্রশ্ন পাঠানোর শেষ দিন শনিবার (৭ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।