ইমরান ও পড়শী (ছবি: সংগৃহীত)
‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া ইমরান মাহমুদুল এবং ‘ক্ষুদে গানরাজ’ থেকে উঠে আসা পড়শী এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। অডিও অ্যালবাম ও চলচ্চিত্রে বেশকিছু দ্বৈত গান গেয়েছেন তারা। এ তালিকায় উল্লেখযোগ্য ‘জনম জনম’ ও ‘জয় হবেই হবে’।
এবার একটি দ্বৈত অ্যালবাম আসছে ইমরান ও পড়শীর। এতে গান থাকবে তিনটি।
সবই দ্বৈত। এরই মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। এর শিরোনাম ‘আবদার’। বাকি দুটির রেকর্ডিং কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে।
গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। তিনি বললেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখে ভালোবাসার গান নিয়ে পুরো অ্যালবামটি সাজিয়েছি। অনেক যত্ন নিয়ে গানগুলো বানাচ্ছি। ’
ইমরানের সেলফিতে পড়শী ও রবিউল ইসলাম জীবন।
ভালোবাসা দিবসকে সামনে রেখে সিডি চয়েস থেকে বাজারে আসবে অ্যালবামটি। পাশাপাশি ইউটিউবে উন্মুক্ত হবে একটি গানের ভিডিও। তিনটি গানেরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।