ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘আমি শপথ করিতেছি যে…’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
‘আমি শপথ করিতেছি যে…’ বিজয়ের পর অভিনয়শিল্পী সংঘের নেতারা (ছবি: সংগৃহীত)

গলায় বিজয়ের মালা, মুখে হাসি, মিষ্টি বিতরণ— এভাবেই কেটে গেলো পাঁচদিন। এবার এসেছে শপথ গ্রহণের পালা। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় (১৫ ফেব্রুয়ারি) শপথ নিচ্ছেন অভিনয়শিল্পী সংঘের প্রথম নির্বাচিত নেতারা।

সদ্য নির্বাচিত অভিনয়শিল্পী সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর বাংলানিউজকে জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় সংগঠনের আহ্বায়ক মামুনুর রশীদ নির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করাবেন। এ সময় সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

১০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে শহীদুল আলম সাচ্চু সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।  

ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের এই কমিটি দুই বছরের জন্য শিল্পীদের কল্যাণে কাজ করবে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।