ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্ত্রী জেনিফারের সঙ্গে ব্র্যাড পিট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
প্রাক্তন স্ত্রী জেনিফারের সঙ্গে ব্র্যাড পিট! জেনিফার অ্যানিস্টন ও ব্র্যাড পিট (ছবি: সংগৃহীত)

তাদের তিক্ত বিবাহবিচ্ছেদের কথা সকলের জানা। কিন্তু এক সময় তারাই ছিলেন হলিউডের হেভিওয়েট দম্পতিদের মধ্যে অন্যতম। এখন তারা একে অপরকে সহ্য করতে পারেন না। কথা হচ্ছে- ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে।

২০১৬ সালের শেষ দিকে ব্র্যাডের বিরুদ্ধে ছেলে-মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। যেখানে বলা হয়েছিলো, ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্স থেকে আমেরিকায় ফিরছিলেন ব্রাঞ্জোলিনা পরিবার।

বিমানেই ছেলে ম্যাডক্স-এর সঙ্গে ব্র্যাড পিটের কথা কাটাকাটি হয়। ছেলেকে বেশ কিছুক্ষণ ধরেই ধমকান পিট। পরে অবশ্য ৫২ বছরের ব্র্যাডকে লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস সেই মামলা থেকে রেহায় দেন।

তবে বিচ্ছেদ, সন্তানদের দায়িত্ব গ্রহণ ও আইনি ঝামেলা নিয়ে অনেকটাই মানসিক অবসাদের মধ্যে রয়েছেন ব্র্যাড। এমনকি তিনি না-কি সে কথা বহুবার স্বীকার করেছেন ঘনিষ্ঠমহলে।

এমনটাও শোনা যাচ্ছে, মানসিক শান্তির জন্য হলিউডের এই অভিনেতা হাত বাড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের দিকে।

এ প্রসঙ্গে ব্র্যাডের একটি ঘনিষ্ঠসূত্র বলেছে, ‘২০০৫ সালে বিচ্ছেদ হয়েছিলো তাদের। কিন্তু বিচ্ছেদের পর থেকে দু’জনে কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি প্রাক্তন স্ত্রীর মোবাইল ফোন নাম্বরও ডিলিট করে ফেলেছিলেন পিট। গত মাসে নম্বর জোগাড় করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ব্র্যাড। এরপর থেকে দু’জনের মধ্যে ফের মত বিনিময় শুরু হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।