ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানী ও ‘পাতার বাঁশি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রানী ও ‘পাতার বাঁশি’ (ভিডিও) রানী অাহাদ (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্রে ক্যারিয়ার গড়বেন। চলছে তারই প্রস্তুতি। রানী অাহাদ এখন অভিনয় করছেন দীপ্ত টিভির মেগা ধারাবাহিক ‘পালকী’তে। মিউজিক গানের মডেল হিসেবেও নজর কেড়েছেন তিনি। শুক্রবার (৩ মার্চ) প্রকাশ হলো রানী আহাদের আরেকটি মিউজিক ভিডিও। 

বাংলানিউজের সঙ্গে আলাপে রানী বললেন, “আমি অভিনয় নিয়েই ব্যস্ত আছি। ‘পালকী’র সাবা চরিত্রটি দর্শকের মন জয় করেছে।

কাজ করছি একক নাটকেও। চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পাচ্ছি। ভালো মানের মিউজিক ভিডিওর মডেল হতে ভালোই লাগে। ”

মাজনুন মিজান ও রানী আহাদ (ছবি: সংগৃহীত)রানী জানালেন, সিএমভির ব্যনারে প্রকাশিত বেলাল খান ও সাবরিনার গাওয়া ‘পাতার বাঁশি’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন মাজনুন মিজান। এ মিজানের লেখা গানটিতে সুর দিয়েছেন বেলাল খান, সংগীতায়োজন করেছেন জে কে মজলিস। আর ভিডিওটি তৈরি করেছেন তপু খান।  

রানী আহাদ এর আগে জুয়েল মোর্শেদ, ফাহিম ইসলাম প্রমুখ শিল্পীর গানে মডেল হয়েছেন। তার অভিনীত একক নাটক প্রচার হয়েছে ১০-১২টি। এগুলোতে রানীর বিপরীতে ছিলেন মীর সাব্বির, মোশাররফ করিম প্রমুখ।  

* ‘পাতার বাঁশি’ গানের ভিডিও:  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।