ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমার শরীর নিয়ে আমি গর্বিত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
‘আমার শরীর নিয়ে আমি গর্বিত’ সোনম কাপুর (ছবি: সংগৃহীত)

বলিউডের ফ্যাশন আইকন তিনি। প্রায় সব অনুষ্ঠানে নিজস্ব ফ্যাশন বা স্টাইল নিয়ে হাজির হতে দেখা যায় এই সুন্দরীকে। যে কারণে তাকে দেওয়া হয়েছে ‘ফ্যাশনিস্টা’র খেতাব। কথা হচ্ছে- বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে নিয়ে।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনম কাপুর। যেখানে তিনি তার পোশাকে রেখেছিলেন নতুনত্বের ছোঁয়া।

আর সে নতুনত্ব নিয়েই এবার বিপাকে পড়তে হয়েছিলো ‘খুবসুরত’খ্যাত এই তারকাকে।

অনুষ্ঠানে গিয়ে আলোচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবির তোলার জন্য পোজ দিচ্ছিলেন সোনম। এ সময় ক্যামেরায় তার বুকের পাশ থেকে কিছু অংশ খোলাভাবে ধরা পড়ে। তবে এ দৃশ্য দেখে অনেকে অবাক হলেও খুব একটা বিচলিত ছিলেন না সোনম। বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি। যদিও নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ প্রসঙ্গে সোনম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘যৌনতা নিয়ে আজেবাজে কথা বলা বন্ধ করুন। আলোকচিত্রীরা যে যার মতো ছবি তুলে চলে গিয়েছেন। তবে সত্যি বলতে আমি কাউকে দোষ দেবো না। কারণ আমার শরীর নিয়ে আমি গর্বিত। এ ছাড়া ছবিগুলো দেখে আমার ভালোই লেগেছে। ’
 
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।