ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কনার গানে মডেল কারা? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
কনার গানে মডেল কারা? (ভিডিও) কনা, ফারহানা নিশো, রুমা ও লিজা (ছবি: সংগৃহীত)

উপস্থাপক ফারহানা নিশো, র‌্যাম্প  মডেল রুমা, সংগীতশিল্পী লিজা, জুয়েল মোর্শেদ, গীতিকার শাহান কবন্ধ— তারা সবাই মডেল হয়েছেন একটি গানে। কনার ‘সেলফি’ গানে এই পাঁচজন ছাড়াও রয়েছেন শোবিজ অঙ্গনের অনেকেই।  

শনিবার সকালে (৪ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপে গায়িকা কনা বলেন, ‘এই মিউজিক ভিডিওটিতে আমার ব্যক্তিজীবন, লাইফস্টাইল দেখানো হয়েছে। কাজের সূত্রে বন্ধু ও পরিচিতজনদের উপস্থিতি রাখা হয়েছে।

তারাও আগ্রহী হয়ে কাজটি করেছেন। সব মিলিয়ে এটি একটি অন্যরকম অভিজ্ঞতা। ’

অটামনাল মুনের কথা ও সুরে ‘সেলফি’ গানটি নেওয়া হয়েছে একই শিরোনামের অ্যালবাম থেকে। সাত গানের অ্যালবামটি বের হয়েছিলো রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে। ভিডিওটি তৈরি করেছেন আশিকুর রহমান। কনার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘সেলফি’র ভিডিও।

দিলশাদ নাহার কনা জানান, ‘সেলফি’ ভিডিওতে আরও আছেন মডেল ঐশ্বর্য, তিনি একাধিক ভূমিকায় কাজ করেছেন। এ ছাড়া আছেন কস্টিউম ডিজাইনার রামিম রাজ। শুধু শোবিজ অঙ্গনের মানুষই নন, কনার এই মিউজিক ভিডিওতে দেখা গেছে তার ভাই-ভাবী ও ভাগ্নিকে। কনার দৃষ্টিতে ব্যক্তিজীবনে এই মানুষগুলো তারই মতো সেলফি তুলতে ভালোবাসেন।  

* ‘সেলফি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।