ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশদের সম্মানে মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশদের সম্মানে মিউজিক ভিডিও মিউজিক ভিডিওর দৃশ্যে কায়সার নোয়েল ও দোয়েল (ছবি: সংগৃহীত)

‘আমাদের নিরাপত্তা দিতে গিয়ে প্রতি বছর পুলিশ বাহিনীর শত শত সদস্য শহীদ হচ্ছেন। দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে, পুলিশের সন্তান হিসেবে এই অডিও ভিজ্যুয়ালটি তৈরি করেছি’— শনিবার দুপুরে (৪ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপে এসব বলেছেন নির্মাতা নোমান রবিন। 

জানা যায়, ২ মার্চ ছিলো বাংলাদেশ পুলিশ বাহিনীর শহীদ সদস্যদের সম্মানে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। এ বছরই প্রথম দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সার্কেল মিডিয়া এন্টারটেইনমেন্টে তৈরি করেছে একটি মিউজিক ভিডিও। গানটির নাম ‘তুমি জানো আমার কি নাম’। কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সুপ্তিকা মন্ডল। ভিডিওটি তৈরি করেছেন নোমান রবিন।   

নির্মাতা জানান, ৪ মার্চ বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘তুমি জানো আমার কি নাম’ গানের মিউজিক ভিডিও। ভিডিওটিতে পুলিশ বাহিনীর একজন সদস্যের ছাত্র জীবন থেকে শুরু করে আত্মাহুতি পর্যন্ত গল্প দেখানো হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটিতে সুর দিয়েছেন বেলাল খান, সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন নোমান রবিন।

নির্মাতা আরও জানান, মিউজিক ভিডিওটি একটি কাহিনি তুলে ধরা হয়েছে। যেখানে রোমান্স ও অ্যাকশনও থাকছে। দেখানো হয়েছে পুলিশের ভূমিকা ও আত্মত্যাগের ঘটনা। কিন্তু গানের কথায় রাখা হয়েছে দ্বৈত-অর্থ। শুনে মনে হবে এটি ব্যক্তি প্রেমের গান, আবার কথাগুলো যেন দেশপ্রেমেরও।  

‘তুমি জানো আমার কি নাম’ মিউজিক ভিডিওটিতে পুলিশ সদস্যের চরিত্রে মডেল হয়েছেন দ্রুক এয়ারের কমার্শিয়াল পাইলট কায়সার নোয়েল। অন্যরা হলেন দোয়েল, প্রমিকা, ফেরদৌসি আরা লিনা, নাসির, রাশেদ বিপ্লব প্রমুখ।  

* ‘তুমি জানো আমার কি নাম’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।