ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিরার বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
শাকিরার বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগ শাকিরা (ছবি: সংগৃহীত)

বিখ্যাত গায়িকা শাকিরার বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগ উঠেছে। কলম্বিয়ার গ্র্যামিজয়ী গায়ক কার্লোস ভাইভসকে নিয়ে তার গাওয়া ‘লা বিসিক্লেতা’ (দ্য বাইক) গানের একটি লাইন নাকি নকল! গত বছর লাতিন গ্র্যামি পুরস্কার জেতে তাদের এই গান।

১৯৯৭ সালে প্রকাশিত কিউবান সংগীতশিল্পী লিভান রাফায়েল কাস্তেলানোসের ‘ইও তে কুইয়েরো তান্তো’ (আই লাভ ইউ সো মাচ) গানের একটি লাইন চুরির অভিযোগ উঠেছে শাকিরা ও ভাইভসের বিরুদ্ধে। লিভানের দাবি, এটি তার দশ বছর আগে লেখা গান।

শাকিরা এখন থাকেন স্পেনে। দেশটির একটি আদালতে তার বিরুদ্ধে গানের কথা চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের একজন মুখপাত্র বিবিসিকে জানান, ‘দুটি গানের মধ্যে মেলোডি ও কোরাস লাইনের সাদৃশ্য থাকার দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে অভিযোগে। ’

‘লা বিসিক্লেতা’য় শাকিরা ও ভাইভস যা গেয়েছেন তার ইংরেজি করলে দাঁড়ায় ‘আই ড্রিম অব ইউ অ্যান্ড লাভ ইউ সো মাচ’। আর লিভান রাফায়েল গেয়েছেন, ‘আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ’।

স্পেনের এল মুন্ডো পত্রিকা জানিয়েছে, উভয় পক্ষ গত বছরের অক্টোবরে মীমাংসার জন্য বসেছিলো। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। এএফপি জানতে চাইলেও এ বিষয়ে মন্তব্য করতে চায়নি শাকিরার মুখপাত্ররা।

* ‘দ্য বাইক' গানের ভিডিও:

* ‘আই লাভ ইউ সো মাচ’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।