ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাধুরীকে শাহরুখ, ‘তোমাকে শুধু দেখেই গিয়েছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
মাধুরীকে শাহরুখ, ‘তোমাকে শুধু দেখেই গিয়েছি’ শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত (ছবি: সংগৃহীত)

জুটিবদ্ধ হয়ে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত। কিন্তু রূপালি পর্দায় তাদের রসায়ন সবচেয়ে বেশি ফুটি উঠেছিলো ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘দেবদাস’-এ।

সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’-এ চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী। এ ছাড়া ছবিতে ব্যবহৃত ‘মার ডালা’ গানে তার পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

একই অবস্থা কিং খানেরও।  

বৃহস্পতিবার টুইটারে ‘মার ডালা’ গানের একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন মাধুরী। এর ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন, “মার ডালা’! ভালোবাসাই অপ্রতিরোধ্য হতে পারে। ”

এর জবাবে শাহরুখ খান টুইটারে মাধুরীকে নিয়ে লিখেছেন, ‘সামনে বসে চন্দ্রমুখী চরিত্রে তোমার অভিনয় দেখা সত্যি দারুণ ছিলো। একজন অভিনেতা হিসেবে সেই মুহূর্তটি ছিলো আমার কাছে সেরা। যেখানে বসে আমি শুধু তোমাকে দেখেই গিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।