ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়পর্দায় ফিরছেন রিয়াজ, সঙ্গে মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
বড়পর্দায় ফিরছেন রিয়াজ, সঙ্গে মৌসুমী রিয়াজ ও মৌসুমী (ছবি: সংগৃহীত)

‘হাতে গোনা ছবিতে একসঙ্গে অভিনয় করেছি আমরা। বেশির ভাগই দর্শক গ্রহণ করেছেন, ব্যবসাসফল হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন ছবিটিও সমাদৃত হবে’— চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তার অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেছেন রিয়াজ। 

শনিবার দুপুরে (৪ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপে জনপ্রিয় অভিনেতা রিয়াজ জানান, ‘কৃষ্ণপক্ষ’-এর পর নতুন ছবির প্রস্তাব পেয়েছিলেন, ব্যাটে-বলে মেলেনি। এবার পি এ কাজলের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

এতে তার বিপরীতে মৌসুমীকে দেখা যেতে পারে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে ‘আমরাও পারি’ ছবিটি ‘ভালো হবে’ বলে উল্লেখ করেন রিয়াজ। এর মধ্য দিয়ে আবার বড়পর্দায় ফেরা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতার।  

‘মোল্লাবাড়ির বউ’, ‘কুসুম কুসুম প্রেম’সহ বেশি কিছু ছবি ও টেলিছবিতে মৌসুমী-রিয়াজ অভিনয় করেছেন। এরই ধারাবাহিকতায় বড়পর্দায় তাদের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। খেলাকে ঘিরে ছবিটি তৈরি করা হবে।

জানা যায়, বাংলাদেশ মহিলা ফুটবল দলের ইতিহাস উঠে আসবে ছবিটিতে। রিয়াজের মতে, গতানুগতিক ধারার বাইরের একটি গল্প থাকছে ‘আমরাও পারি’তে। দু’ একদিনের মধ্যেই ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রিয়াজের। এই মূহুর্তে তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।