ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসির জন্য ‘চুইংগাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
হাসির জন্য ‘চুইংগাম’ ‘চুইংগাম’ নাটকের দৃশ্য

মহল্লার তরুণরা মিলে ক্রিকেট ক্লাব গঠন করে। স্বপ্ন একটাই, ক্লাব থেকে মাশরাফি-সাকিব-তামিমের মতো খেলোয়াড় বের হয়ে জাতীয় দলে খেলবে। কিন্তু সব ভেস্তে যেতে থাকে নকল কোচের খপ্পরে পড়ে। পরে অবশ্য ক্লাবের অর্থ যোগানদাতা দানবীর হাতেম তাই নকল কোচ তাড়িয়ে আসল কোচ নিয়ে আসেন।
 

মহল্লার কমিশনার আজব মানুষ। নাম তার উম্মত আলী।

কিন্তু মানুষ ডাকে উন্মাদ আলী বলে। এই নামে সম্বোধন করায় একদিন একজনকে ধরে ফেলেন। কমিশনার পূর্ব ঘোষণা অনুযায়ী তাকে বনবাসে পাঠিয়ে দেন।

কমিশনারের মেয়ে রাজকন্যা ভালোবাসে ক্রিকেটার রনিকে। কিন্তু সে প্রেমিকের সঙ্গে দেখা করতে পারেনা বাবার কারণে। তাই রনি কবুতর পালন শুরু করে। কবুতরের মাধ্যমে পুরনো দিনের মতো প্রেমিকার কাছে চিঠি পাঠায় সে।
এভাবেই একটি ক্রিকেট ক্লাব, কিছু ক্রিকেটার ও তাদের চারপাশের মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘চুইংগাম’।   মহল্লার মানুষগুলো একে অন্যের পেছনে চুইংগামের মতো লেগে থাকে বলে হাস্যরসাত্মক এই নাটকটির নাম দেওয়া হয়েছে ‘চুইংগাম’।

রোববার (৫ মার্চ) থেকে প্রচার শুরু হচ্ছে ‘চুইংগাম’-এর। প্রতি সপ্তাহে শুক্র, রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ধারাবাহিকটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। জাকারিয়া সৌখিনের রচনায় এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

‘চুইংগাম’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সাফা কবির, শবনম ফারিয়া, শম্পা রেজা, ফারুক আহমেদ, আরফান আহমেদ, কচি খন্দকার, তাসনুভা এলভিন, একে আজাদ, মনিরা মিঠু, সাবেরী আলম, মিলন ভট্ট, আনন্দ খালেদ, সৌমিক আহমেদ, সানজিদা লতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।