ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমাদের মধ্যে কোনো সমস্যা নেই: সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আমাদের মধ্যে কোনো সমস্যা নেই: সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত ও সালমান খান (ছবি: সংগৃহীত)

সঞ্জয় দত্ত ও সালমান খানের বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু বন্ধু নয়, সালমানকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন সঞ্জয়। তবে বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, খুব একটা ভালো যাচ্ছেনা তাদের সম্পর্ক। কারণ, সালমানকে অভদ্র বলেছিলেন সঞ্জয়।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন জানা যায়, নিজেদের মধ্যে সবকিছু ঠিক আছে বলে দাবি করেছেন সঞ্জু বাবা।

এ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘আমার ও সালমানের মধ্যে কোনো সমস্যা নেই।

আর অভদ্র হওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। অনেকে আমাকেও অভদ্র বলতে পারেন। কিন্তু আমি সবার আদরনীয় বা অভদ্রও হতে পারি। ’

আগ্রায় ‘ভূমি’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয়। এতে তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।