ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ওভারস্মার্ট হয়ো না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
‘ওভারস্মার্ট হয়ো না’ বরুণ ধাওয়ান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

সালমান খান অভিনীত ‘জুড়ুয়া’ ছবির রিমেক ‘জুড়ুয়া টু’তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসি পান্নুকে। এসব পুরনো খবর। নতুন তথ্য হলো, ছবিতে অভিনয়ের আগে বরুণকে কিছু উপদেশ দিয়েছেন সালমান।

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ প্রচারণার সময় এমনটাই জানিয়েছেন বরুণ। এ বিষয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই অভিনেতার ভাষ্য, ‘বাবার (ডেভিড ধাওয়ান) কথা সবসময় মেনে চলার এবং ওভারস্মার্ট না হওয়ার উপদেশ দিয়েছেন তিনি (সালমান খান)।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ধাঁচের ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিলো সালমান খানকে। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন কারিশমা কাপুর ও রাম্ভা।

মজার ব্যাপার হলো, ছবিতে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে দেখা যাবে সালমান ও কারিশমাকে। এছাড়া ছবির জন্য বরুণকে এক বাক্স জিন্সের প্যান্ট উপহার দিয়েছেন সল্লু।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।