ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুজানার সঙ্গে ঝগড়া করলেন অর্জুনের স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সুজানার সঙ্গে ঝগড়া করলেন অর্জুনের স্ত্রী হৃতিক রোশন-সুজানা খান ও অর্জুন রামপাল-মেহের জাসিয়া

খুব ভালো সম্পর্ক ছিলো হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানা খান ও অর্জুন রামপালের স্ত্রী মেহেরের মধ্যে। অর্জুনের সঙ্গে সুজানার প্রেমের গুঞ্জন ছড়ানোর পর সে সম্পর্কে ভাটা পড়ে। এবার এরই নমুনা দেখা গেলো এক পার্টিতে।

সম্প্রতি বলিউড অভিনেতা ফারদিন খান তার ঘনিষ্ঠ বন্ধু রেনু চাইনানি ও আদিত্য গারিয়ারের জন্য প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন সুজানা খান ও মেহের জাসিয়া।

সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

ঘটনাটি হলো, পার্টিতে নারীরা মিলে কথা-বার্তা বলছিলেন। হঠাৎ করেই বাক-বিতণ্ডা শুরু হয় সুজানা ও মেহেরের মধ্যে। এর ফলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেহের। কি কারণে তাদের মধ্যে ঝগড়া হয় তা জানা যায়নি।

তবে তাদের ঝগড়া থামানোর অনেক চেষ্টা করেছিলেন সুজানার ঘনিষ্ঠ বন্ধু ডিজাইনার সুরিলি গোয়েল। এমনকি মেহেরকে পার্টিতে ফিরিয়ে আনতেও তার বাসা পর্যন্ত গিয়েছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন ববি দেওল-তানিয়া দম্পতি, সোনাক্ষি সিনহা, জায়েদ খান, সোহেল খান, ডিনো মারিও, তুষার কাপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।