ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ধোঁয়া’ নিয়ে ধোঁয়াশা, ‘আবদার’-এ খোলাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
‘ধোঁয়া’ নিয়ে ধোঁয়াশা, ‘আবদার’-এ খোলাসা ইমরান ও পড়শি (ছবি: সংগৃহীত)

ফুয়াদের সংগীতায়োজনে ইমরানের ‘ধোঁয়া’ শিরোনামের গানটি এখন অনলাইনে শোনা যাচ্ছে। ভক্তদের অপেক্ষা ভিডিওটি নিয়ে। বড় বাজেটের মিউজিক ভিডিওটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন ইমরান। কিন্তু এ ব্যাপারে ধোঁয়াশা রেখে দিলেন তিনি।

সোমবার (৬ মার্চ) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ইমরান বললেন, “ধোঁয়া গানটির লিরিক ভিডিওতে বেশ সাড়া পাচ্ছি। এখন মিউজিক ভিডিওর শুটিং করছি।

কিন্তু এর বেশি কিছু বলতে পারছি না। তবে চমক থাকছে, এটা ঠিক। ” 

জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশন থেকে এ মাসেই ‘ধোঁয়া’র ভিডিও প্রকাশ করা হবে। শুটিং শেষে এর পোস্ট প্রডাকশনের কাজ করা হবে মুম্বাইয়ে। সব মিলিয়ে ভিডিওটিতে বড় চমক রাখার অাভাস দিলেন ইমরান।

জনপ্রিয় এই গায়ক আরও জানান, এরই মধ্যে তিনি ভারতে যাবেন আরেকটি গানের শুটিংয়ে। তার সঙ্গী হবেন জনপ্রিয় গায়িকা পড়শি। সিডি চয়েস থেকে প্রকাশিতব্য ‘আবদার’ নামের একটি দ্বৈত গানের অ্যালবামে থাকছে তাদের কণ্ঠ। এরই শিরোনাম গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হবে ভারতের রাজস্থানসহ বিভিন্ন জায়গায়। এখন চলছে এর প্রস্তুতি। ভিডিওটি তৈরি করবেন তানিম রহমান অংশু।  

জনপ্রিয় এই নির্মাতা জানান, সব কিছু ঠিক থাকলে এ মাসের মাঝামাঝি ভারতে যাবেন তারা। ইমরান-পড়শির গাওয়া ‘আবদার’ গানটিতে মডেল থাকছেন শিল্পীরাই। তাদের গেটআপে থাকবে নতুনত্ব।    

* ‘ধোঁয়া’ গানের লিরিক ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।