ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমী-জাহিদ আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
মৌসুমী-জাহিদ আবার মৌসুমী ও জাহিদ হাসান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

নাটক ও চলচ্চিত্রের পর এবার বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌসুমী ও জাহিদ হাসান। এরই শুটিং নিয়ে ব্যস্ত আছেন এই দুই তারকা।

সোমবার (৬ মার্চ) থেকে কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং চলছে। ভিশন রেফ্রিজারেটরের নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে থাকছেন মৌসুমী ও জাহিদ।

তাদের সহশিল্পী ১৩৫ জন। কারণ এতে বিয়েবাড়ির  ঘটনাবলী তুলে ধরা হবে।

জাহিদ-মৌসুমী বর-কনে পক্ষের অভিভাবক হিসেবে থাকছেন বিজ্ঞাপনটিতে। এটি তৈরি করছেন নাফিস রেজা মনি। বিজ্ঞাপনটিতে ব্যবহার করা হবে একটি জিঙ্গেল। এর সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।