ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যাংক কর্মকর্তাদের অভিনয়ে মঞ্চনাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ব্যাংক কর্মকর্তাদের অভিনয়ে মঞ্চনাটক ছবি: সংগৃহীত

ঢাকা: মেরাজ ফকির নামে এক তরুন পীর একদিন জানতে পারে যে, তার মা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। ইসলামের ধ্বজাধারী ও অগ্রপথিক মেরাজ এ রকম বাস্তবতা মেনে নিতে পারে না।

এই দুর্বলতার সুযোগ নেয় তার প্রতিদ্বন্দ্বী এক ভণ্ড পীর গেদা ফকির। ‘বিধর্মীর ছেলের ফতোয়া দেওয়ার অধিকার নাই’ এই রকম প্রচারণা চালাতে থাকে গেদা ফকির।

মেরাজ ফকির মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকে। সে কোনো উপায় না পেয়ে গর্ভধারিণী মাকে খুন করার সিদ্ধান্ত নেয়।  

এমন গল্প নিয়ে আবদুল্লাহ আল মামুনের নাটক ‘মেরাজ ফকিরের মা’। এটি মঞ্চে বেশ জনপ্রিয় নাটক। নাটকপাড়ায় বিখ্যাত শিল্পীরা এতে অভিনয় করেছেন। এবার এটি পরিবেশন করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।  

নাটকটির মঞ্চায়ন সামনে রেখে মহড়া করছেন তারা। নাটক মঞ্চায়নের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক ক্লাব (ঢাকা) সম্পাদক খায়রুল আলম চৌধুরী টুটুল।  

বাংলাদেশ ব্যাংক ক্লাবের নিয়মিত থিয়েটার ভিত্তিক মঞ্চনাটকের ধারাবাহিকতায় ‘মেরাজ ফকিরের মা’ মঞ্চস্থ হবে চলতি ১৪ ও ১৫ মার্চ।  

ছবি: সংগৃহীতনাটকটির প্রধান চরিত্র মেরাজ ফকিরের ভূমিকায় দেখা যাবে পিনাকী রঞ্জন সরকারকে। আরও থাকছেন মকবুল হোসেন সজল, তৌহিদুল ইসলাম, সত্যদেব রায়, ফয়সাল খন্দকার, বাবুল মোল্লা, সাঈদ আহমেদ, আব্দুল জলিল, সাদেকুল ইসলাম, হাসানুজ্জামান, মো. মহসীন, আল-বেবী নূর সুজন, সব্যসাচী, সোহেল রানা, নজরুল ইসলাম, রাব্বানী, রফিক, শরীফ,  হেলেন লুসি, ইরা, বনশ্রী, ফাহমিদা ফেরদৌসী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসই/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।