ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিপুন-সজল-কনা এক মঞ্চে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নিপুন-সজল-কনা এক মঞ্চে  নিপুন, সজল ও কনা (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

তিন অঙ্গনের তিন তারকা নিপুন, সজল ও কনা। চলচ্চিত্র, নাটক ও সংগীতের এই তিন শিল্পীকে এবার পাওয়া যাবে একই মঞ্চে।

একটি রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুন, অভিনেতা সজল ও কণ্ঠশিল্পী কনা।  

‘আরটিভি ডাবর আমলা ক্যাম্পাস স্টার’ রিয়েলিটি শো’র অডিশন, শুটিং ও সেরা তিন ক্যাম্পাস স্টার খুঁজে বের করার কার্যক্রম শেষ হয়েছে।

এবার প্রতিযোগিতার মূল পর্ব প্রচার হওয়ার পালা। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) আরটিভিতে সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন নিপুন, কনা ও সজল।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।