ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরাটের জীবনে দুই শক্তিশালী নারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বিরাটের জীবনে দুই শক্তিশালী নারী ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি

এইতো ভালোবাসা দিবসে আনুশকা শর্মার সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বলেছিলেন, ‘প্রতিটি দিনই ভ্যালেনটাইন হতে পারে, যদি তুমি চাও।’ এবার আর্ন্তজাতিক নারী দিবেসে আরও একবার প্রেমের কথা স্বীকার করলেন তিনি।

৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। এ দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বিরাট।

যেখানে দেখা যাচ্ছে, মা ও আনুশকার সঙ্গে তোলা দু’টি ছবি কোলাজ করে শেয়ার দিয়েছেন তিনি। এর ক্যাপশনে ২৮ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, ‘প্রত্যেক নারীকে আর্ন্তজাতিক নারী দিবসের শুভেচ্ছা। তবে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই দুই শক্তিশালী নারীকে। আমার মা, যিনি এখনও পর্যন্ত শক্ত করে আমাদের পরিবারের হাল ধরে আছেন। আর আনুশকা, যে কি-না বাজে জিনিসগুলোর সঙ্গে লড়াই করে আবার দাঁড়িয়ে পড়ে। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।